বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে অ্যাডঃ হুমায়ূন কবির সুমনের কম্বল বিতরণ

গোলাম মোস্তফা ॥
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে অ্যাডঃ হুমায়ূন কবির সুমনের কম্বল বিতরণ

চাঁদপুর-৩ আসনের ৪ বারের সাংসদ নবনিযুক্ত সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর শহরের নানা শ্রেণি-পেশার অসহায়-দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে গত ৩ দিনে প্রায় ২ শতাধিক কম্বল বিতরণ করেছেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ূন কবির সুমন। জানা যায়, গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে চাঁদপুর শহরের বড় স্টেশন, মাছঘাট, কালী বাড়ি, কোর্টস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত ভবঘুরে মানুষ এবং বিভিন্ন অটোরিকশা চালকদের মাঝে তিনি কম্বল বিতরণ করেছেন। তার এ বিতরণটি সম্পূর্ণ ব্যতিক্রমী ধারায় হচ্ছে। একটি অটোরিকশা নিয়ে রাতে বাসা থেকে বের হয়ে নিজ হাতে শীতার্ত মানুষগুলোর গায়ে কম্বল জড়িয়ে দেন।

যুব নেতা হিসেবে তার এই কাজে শহর জুড়ে প্রশংসা চলছে নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে। এ বিষয়ে অ্যাডঃ হুমায়ূন কবির সুমন বলেন, মানুষকে দান করলে সেটি নীরবে করা উত্তম। একজন মুসলিম হিসেবে এটা আমার জানা রয়েছে। তাই নীরবে বিতরণ করেছি। আমি মনে করি, প্রতিটি স্বাবলম্বী মানুষ একে অপরের পাশে দাঁড়ানো উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়