সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০

বিএসটিআইর অভিযানে জ্বালানি তেলের ২ দোকানে জরিমানা
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার উদ্যোগে সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআইর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এদিন স্থানীয় প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নিম্নমানের ও ভেজাল মিশ্রিত ডিজেল বিক্রি করায় এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় মেসার্স রাশেদ গাজী এন্টারপ্রাইজকে বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় ১০,০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া প্রতি ৫ লিটার মবিলে ২০০ মিলি কম দেয়ায় মেসার্স সুমন অটোপার্টস, বাগাদি চৌরাস্তা, সদর, চাঁদপুরকে ওজন ও পরিমাপ মানদ- আইন ২০১৮-এর ৪৬ ধারায় ১৫,০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান এবং রেশমা খাতুন।

অভিযান পরিচালনাকারীদের সঙ্গে প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ। জেলা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

জনস্বার্থে প্রশাসন ও পুলিশের সহায়তায় বিএসটিআইর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়