রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০

কচুয়ায় পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
ফরহাদ চৌধুরী ॥

কচুয়ায় উপজেলায় পৌর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় উপজেলা দিবসের আলোচনা সভা ও পৌর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে কচুয়া জাতীয় পার্টির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও কচুয়া পৌর জাতীয় পার্টির আহ্বায়ক দেওয়ান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডঃ মাঈন উদ্দিন মাইনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একেএসএম শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সফিউল্লাহ, জেলা পরিষদের সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা আলহাজ্ব মোঃ রুহুল আমিন চৌধুরী, চাঁদুপর জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রুহুল আমিন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একেএসএম শহীদুল ইসলাম উপস্থিত সকলের মতামত নিয়ে পৌর জাতীয় পার্টির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে জয়নাল আবেদীনকে ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়