প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়ায় উপজেলায় পৌর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় উপজেলা দিবসের আলোচনা সভা ও পৌর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে কচুয়া জাতীয় পার্টির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও কচুয়া পৌর জাতীয় পার্টির আহ্বায়ক দেওয়ান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডঃ মাঈন উদ্দিন মাইনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একেএসএম শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সফিউল্লাহ, জেলা পরিষদের সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা আলহাজ্ব মোঃ রুহুল আমিন চৌধুরী, চাঁদুপর জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান খান, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রুহুল আমিন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একেএসএম শহীদুল ইসলাম উপস্থিত সকলের মতামত নিয়ে পৌর জাতীয় পার্টির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে জয়নাল আবেদীনকে ঘোষণা দেন।