রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর মাছঘাট ব্যবসায়ীদের ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর বড় স্টেশন মাছঘাট ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে ইন্তেজামিয়া কমিটি আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। ২৩ অক্টোবর সোমবার মাছঘাটে বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর মাছঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন বাবুল হাজীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির তাশরিফ আনেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ও ক্বারী মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা।

বিশেষ অতিথির বয়ান করেন ইসলামপুর গাছতলার পীর সাহেব হযরত মাওলানা খাজা অলিউল্লাহ, বরুড়া মাদ্রাসার মুহাদ্দিস যুক্তিবাদী হযরত মাওলানা শফিকুর রহমান ও বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী, মুফাচ্ছিরে কোরআন মুফতি সাঈদ আহমদ, ঢাকা। মুফতি মোশারফ হোসেনের পরিচালনায় স্থানীয় ওলামায়ে কেরাম তাশরিফ আনেন।

মাহফিলে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি মানিক জমাদার, সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার, যুগ্ম সম্পাদক হাজী শাহজাহান বেপারী, আব্দুর রব চোকদার, ইন্তেজামিয়া কমিটির হারুন মোল্লা, মোস্তফা খালাসী, আমির হোসেন দেওয়ান, আঃ মালেক দর্জি, চুন্নু দেওয়ানসহ মাছঘাটের ব্যবসায়ীবৃন্দ, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

দ্বীনি আলোচনা শেষে রাত বারোটায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সাগরে এ বছর ইলিশ মাছ কম হওয়ায় চাঁদপুরের মৎস্য ব্যবসায়ীগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী বছর যাতে পর্যাপ্ত পরিমাণ মাছ হয় এবং ব্যবসায়ীরা যাতে তাদের ক্ষতি কাটিয়ে উঠতে আল্লাহর রহমত ও বরকত পান এ কামনা করে মোনাজাতে দোয়া করা হয়।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী সেকান্দর কোম্পানি গুরুতর অসুস্থ। তার জন্যেও দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়