প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে দলীয় অসুস্থ নেতা-কর্মী ও ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা চেক বিতরণ করা হয়েছে। গত ২৩ অক্টোবর সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়াম চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চেক বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মনির হোসেন খান, জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, কাতার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাসেম সরকার প্রমুখ। উল্লেখ্য, ৪৮ অসুস্থ নেতা-কর্মীর মাঝে ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।