প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল লতিফ শেখ বলেছেন, বর্তমানে চলমান প্রশাসনিক পদ্ধতিতে উপজেলা পরিষদ দ্বারা জনগণের কল্যাণ হবে না। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের চালু করা উপজেলা পরিষদ পদ্ধতি বাস্তবায়ন ছাড়া জনগণের কল্যাণে প্রশাসনিক পদ্ধতির চলমান উপজেলা পরিষদ দিয়ে কোনো কাজ হবে না। তিনি বর্তমান সরকারকে অবিলম্বে এরশাদের চালু করা উপজেলা পরিষদ পদ্ধতি বাস্তবায়ন করার আহ্বান জানান। গতকাল বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ ল’ চেম্বারে জেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ শওকত আখন্দ আলমগীরের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির খানের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহআলম মিজি, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক মুনছুর আলী, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমএইচ শাহরিয়ার, জাপা নেতা ইসমাইল মাঝি প্রমুখ।