রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। হামলায় পৌরসভাধীন করইশ গ্রামের শাখাওয়াত হোসেন, তার ভাই মনির ও তার ভাগিনা মাঈনউদ্দিন, মাহিন গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত মনির হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, করইশ গ্রামের উত্তরপাড়া বড় বাড়ির আনিছ গংয়ের সাথে শাখাওয়াত হোসেন গংয়ের পূর্ব থেকে পারিবারিক বিরোধ চলে আসছে। গত ১৭ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে এমরানের নেতৃত্বে ৪/৫জন দেশীয় অস্ত্র নিয়ে পৌর বাজারের শাখাওয়াতের মোবাইল ও বিকাশের দোকানে অতর্কিত হামলা চালায়। এ সময় দোকানে থাকা শাখাওয়াতের ভাই মনির হোসেন, ভাগিনা মাঈনউদ্দিন ও মাহিন এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে, কিলঘুষি ও লাথি মেরে জখম করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও সুযোগমতো পেলে খুন-জখম করবে বলে প্রকাশ্য হুমকি প্রদান করে। এ ঘটনায় মনির হোসেন একই বাড়ির আনিছ মিয়া (৫৫), মামুন (২৮), এমরান (২৫), মহিন (২২) ও মেহেদী হাসানকে বিবাদী করে হামলা ও মারধরের ভিডিও ফুটেজসহ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিবাদী এমরান জানান, আমরা একই বাড়ির বাসিন্দা। হামলার ঘটনার সাথে জড়িত নই। শাখাওয়াতের ভাই জাহাঙ্গীর আমাকে ফোনে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার ঘটনা অবহিত করে। প্রত্যক্ষদর্শী পাশের ফল দোকানদার বিল্লাল হোসেন জানান, ইচ্ছাকৃতভাবে আনিছ গং শাখাওয়াত গংয়ের উপর হামলার করেছে।

এ ব্যাপারে কচুয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আলম জানান, আনিছ গং ইতিপূর্বেও শাখাওয়াত গংয়ের সাথে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

কচুয়া থানার ওসি মোঃ ইব্রাহীম খলিল জানান, পৌরসভাধীন করইশ গ্রামের আনিছ গং ও শাখাওয়াত গংয়ের মারামারির ঘটনায় কচুয়া থানায় পাল্লাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়