রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

আওয়ামী লীগই একমাত্র অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে। এদেশ আমার আপনার সকলের। মহান স্বাধীনতা যুদ্ধে আমরা হিন্দু-মুসলিম সকলে মিলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। ৩০ লাখ শহিদের রক্তে অর্জিত স্বাধীনতায় সকল সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে। রোববার (২২ অক্টোবর) গুপ্টি পূর্ব ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ নাজমুন নাহার অনি।

উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ হোসেন আলী মজুমদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ পৌরসভার অ্যাসেসর কাম ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক শরীফ মৃধা, পৌর ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সজিব, নাইম, দিনেশ প্রমুখ।

গুপ্টি শ্রীশ্রী কাত্যায়নী মন্দির ও শ্রীকালিয়া বৈচাতরী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদে আর্থিক অনুদান প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়