রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০

জেলা বিএনপি সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন
স্টাফ রিপোর্টার ॥

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ২১ অক্টোবর শনিবার রাতে চাঁদপুর সদর ও শহর এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন, বিএনপি সব ধর্মের সমান অধিকারে বিশ্বাসী। চাঁদপুরে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থেকেছে। হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি ছিলো এবং আছে। হরিসভা মন্দির কমপ্লেক্সে তাঁর আগমনে দুর্গাপূজা কমিটির সভাপতি উমেশ সাহা ও সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা তাঁকে স্বাগত জানান।

এ সময় জেলা বিএনপি নেতা ডিএম শাহজাহান, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, হাজী শাহজালাল শেখ, সদস্য ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজীসহ আরো অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়