প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজার দিন সন্ধ্যায় বারোয়ারী দুর্গা পূজামণ্ডপে দুঃস্থ অসহায়দের মাঝে চাল ও কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল ২১ অক্টোবর শনিবার সন্ধ্যায় পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দির কমিটির আয়োজনে চাল ও কাপড় বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, যে সকল পূজা মণ্ডপের সামর্থ্য রয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী অসহায়দের মাঝে যদি কিছু কিছু দান করা যায় তাহলে অনেকের মুখেই উৎসবের আনন্দ উপলব্ধি হবে। আমাদের ধর্মীয় উৎসবের মূল লক্ষ্য হতে হবে উৎসবের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয়। আমাদের আজকের এই আয়োজন খুবই নগণ্য হলেও যারাই এই সহযোগিতা পেয়েছেন সামান্য সময়ের জন্য হলেও তাদের মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠবে বলে আমরা বিশ্বাস করি। নেতৃবৃন্দ পুরানবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির কমিটির পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সাহা টিটু, বিশিষ্ট ব্যবসায়ী সুবল পোদ্দার, গোবিন্দ সাহা, রিপন সাহা, রঞ্জিত পোদ্দার, শেখর পাল, গোপাল তালুকদার, সবুজ ঘোষ, অনু সাহা, বিনু সাহা, শম্ভু দাস, রামু সাহা, দীপু ধর, উত্তম সাহা, ইমু সাহা প্রমুখ।