প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন লোটাস বাড চ্যারিটি ফোরাম কর্তৃক আয়োজিত মেধা অন্বেষণ পরীক্ষা-২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা সম্পন্ন হয়। উপজেলার মাধ্যমিক স্তরের ১৮টি স্কুল ও মাদরাসার ৮ম থেকে ১০ম শ্রেণির মোট ৬০০ জন পরীক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। এক ঘন্টাব্যাপী এ পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয় থেকে প্রশ্ন করা হয়।
লোটাস বাড চ্যারিটি ফোরামের সভাপতি জিসান আহমেদ এবং সাধারণ সম্পাদক বশির আহমেদ জানান, বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে এই মেধা যাচাই পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষাকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্যে লোটাস বাড চ্যারিটি ফোরামের সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন। পরীক্ষা সুন্দরভাবে নেয়ার জন্যে যারা বিভিন্ন সহযোগিতা করেছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এ সময় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, সহকারী শিক্ষক মাইনুল ইসলাম টিপু, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও আশি^নপুর স্কুল এন্ড কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্নাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।