প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার উদ্যোগে পৌর এলাকার ১২টি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলো পরিদর্শনকালে সকল পূজামণ্ডপে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন পৌর শাখা। ২১ অক্টোরব শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই কার্যক্রম চলে। এ সময় পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন।
বলাখাল চৌধুরী বাড়ি দুর্গাপূজা মণ্ডপে ক্রেস্ট ও নগদ অর্থ গ্রহণ করেন বলাখাল চৌধুরী বাড়ি দুর্গাপুজা পরিচালনা কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সাহা, বলাখাল চৌধুরী বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুখেন্দু নারায়ণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক সুভাষ ভৌমিক।
পূজা মণ্ডপগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৈার শাখার সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি নরেশ চন্দ্র রায়, প্রদীপ সাহা, তাপস চন্দ্র সাহা, বিশ্বনাথ রায়, সহ-সম্পাদক বিজয় কৃষ্ণ শীল, লক্ষ্মী কান্ত দাসসহ কার্যকরী কমিটির অন্য নেতৃবৃন্দ।