রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

অ্যাডঃ আরিফের বাবার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক
আদালত প্রতিবেদক ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ আরিফ হোসাইনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। অ্যাডঃ আরিফের পিতা চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা মোঃ কালাম পাঠান গত ১৭ অক্টোবর রাত ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বুধবার বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সাইফুদ্দিন খন্দকার।

জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ মহসিন খান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া, ছোটসুন্দর আল-আমিন ছিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল ফারাহ, মরহুমের মেজো ছেলে অ্যাডঃ মোঃ আরিফ হোসাইন।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ রাকিবুল হাসান রিপন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, শহর জামায়াতে ইসলামির আমির অ্যাডঃ শাহজাহান খান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাডঃ জিশান আহমেদ রিপন, শহর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদাউস খানসহ মরহুমের আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

অ্যাডঃ আরিফ হোসাইনের বাবার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রীপনসহ কার্যকরী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী এবং সমিতির অন্যান্য আইনজীবী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়