প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০
গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ষাটনল ইউনিয়নের আবু মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবু মার্কেটে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহ্জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আবদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নোমান আহমদ প্রমুখ।
পরে মুফতি আমিনুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলে ষাটনল ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত।