প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে ডাঃ মোঃ মাসুদুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। বৃহস্পতিবার বিকেলে উচ্চ বিদ্যালয়টির সভাপতি নির্বাচনের লক্ষ্যে প্রিসাইডিং অফিসার আলী আশ্রাফ খানের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, প্রতিষ্ঠাতা খলিলুর রহমান, শিক্ষক প্রতিনিধি মানিক চন্দ্র সরকার, ফজলুর রহমান, তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য মোঃ আঃ কুদ্দুস মিয়া, মোঃ আলাউদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি ফেরদৌসি বেগম উপস্থিত ছিলেন।
অভিভাবক প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মোঃ মাসুদুর রহমানকে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা আঃ মবিনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। নির্বাচনে সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মোঃ মাসুদুর রহমান বলেন, বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যের নিকট কৃতজ্ঞ।
এ সময় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক শান্তু ধর মোঃ রাসেল, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, যুবলীগ নেতা আবু রাহাত ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।