রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই জনগণের কথা ভাবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, করোনা পরবর্তী সময় এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যেই প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। জনগণ যাতে এই লাগামহীন দ্রব্যমূল্যের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যে করোনাকাল থেকে অদ্যাবদি সরকার নানাভাবে খাদ্য সহায়তা দিয়ে চলছে। টিসিবি তার মধ্যে অন্যতম। চাল, ডাল, তেলসহ নানা পণ্য স্বল্প মূল্যে প্রদান করে জনগণকে কিছুটা হলেও সাশ্রয় করছে। এর সবটুকুই কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই জনগণের কথা ভাবে। এই ভাবনাটিকে অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে সরকার গঠন করতে হবে। এজন্যে সংসদ নির্বাচনে আপনারা সকলে নৌকায় ভোট দিয়ে উন্নয়ন যাত্রা অব্যাহত রাখবেন বলে বিশ্বাস করি।

১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি দুটি পয়েন্টে পণ্য বিক্রি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাজহারুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, অফিস সহকারী দিনেশ দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়