প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কালীবাড়ি মন্দিরে এই শাড়ি বিতরণ করা হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, ব্যবসায়ী নারায়ণ সাহা, ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুরের সভাপতি কার্তিক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর অধিকারী, সাংগঠনিক সম্পাদক বিধান চক্রবর্তী ও কালীবাড়ি মন্দির কমিটির অজয় মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক লিটন মজুমদার, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুভাষ সাহা, ব্রাহ্মণ যুব কিশোর সংসদ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অভিজিৎ চক্রবর্তী ও প্রচার সম্পাদক আকাশ অধিকারী। শুরুতে গীতা পাঠ করেন আকাশ অধিকারী।