রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

মেধা এবং নৈতিকতার মেলবন্ধন থাকলেই ভালো শিক্ষার্থী হয়
বিশেষ প্রতিনিধি ॥

আমেরিকাভিত্তিক সামাজিক সংগঠন ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’ প্রতিবছর ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও ১৮০ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ‘দ্য ওয়ান টেক ফাউন্ডেশন’-এর বাংলাদেশের কো-অর্ডিনেটর কম্পিউটার ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান শাওন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় তিনি বলেন, শুধু মেধাবী হলেই ভালো ছাত্র হয় না। মেধার সাথে সাথে নৈতিকতাও থাকতে হয়। মেধা এবং নৈতিকতার মেলবন্ধন থাকলেই ভালো শিক্ষার্থী বলা যাবে। যারা গুরুজনের কথা শোনে, মনোযোগ দিয়ে পড়া লেখা করে তারা নিশ্চয়ই সফল হবে। ওয়ান টেক ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্যে। মেধাবী তৈরিতে তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকুক--এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল আমিন কাজল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশরাফুর রহমান শাওন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছিনা আক্তার, উক্ত বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, মহসিন ভূঁইয়া, কামরুন নাহার, জেসমিন আক্তার, নিগার সুলতানা, ইমাম হোসেন, সুলতানা রাজিয়া, রফিক মন্ডল, সুলেখা দত্ত, মাসুদ আলম ও সাখাওয়াত হোসেন।

ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৮০ জন মেধাবীকে এ বৃত্তি দেওয়া হয়। ওয়ান টেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবছর এই বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়ে থাকে। গত বছর উপজেলার প্রত্যাশী আর. এ. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। আনোয়ার কাদের আমেরিকান হলেও তার পিতার বাড়ি ফরিদগঞ্জের ধানুয়া গ্রামে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়