রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ॥ ৪ নভেম্বর নির্বাচন
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় উক্ত সংসদের সিদ্ধান্ত মোতাবেক গঠিত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ পৌর কর্মচারী সংসদ প্লাজার ৩য় তলায় সংসদের সকল সদস্যের উপস্থিতিতে উক্ত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ উক্ত তফসিল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মুহাম্মদ সোহেল রানা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ মুসলিম বেপারীসহ আরো অনেকে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সংসদ কার্যালয়ে উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর ভবনের বাজার শাখা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। ২৫ নভেম্বর একই সময় একই স্থানে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি করা হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়