প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ ও অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে সড়ক প্রশিক্ষণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিলো কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে শুরু হয় আলোচনা সভা।
অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ফরিদা ইলিয়াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর সোহেল রানা ও কাউন্সিলর হাবিবুর রহমান। সবশেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।