প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল ১৮ অক্টোবর বুধবার উদযাপন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি বেশ আনন্দ ও উৎসবমুখরতায় উদযাপিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। এ প্রতিপাদ্য বিষয়ের উপর স্কুল, কলেজ ও মাদ্রাসায় আলোচনা সভা, র্যালি, শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।