প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে চলেছি। আমাদের পাশপাশি প্রতিটি মণ্ডপ কমিটিকেও নিজেদের মন্দির তথা পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আনসার ও পুলিশের ব্যবস্থা করেছি। এর একটাই উদ্দেশ্য, সম্প্রীতির এই দেশে যাতে সকল ধর্মাবলম্বী নির্বিঘ্নে তাদের ধর্মানুষ্ঠান পালন করতে পারে, দেবী দুর্গা আমাদের মধ্যকার অসুরত্ব দূর করে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় করার শক্তি দিবে।
১৬ অক্টোবর সোমবার দুপুরে ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। থানা চত্বরে অনুষ্ঠিত এই সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য তপন মজুমদার, নারায়ণ রবি দাস, গনেশ লোধ, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস প্রমুখ।