রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রেসক্লাবের সম্মাননা আমাকে আরো বেশি সামাজিক কাজ করতে সাহস জোগাবে
প্রবীর চক্রবর্তী ॥

প্রবাসে এবং নিজ দেশে নিজ এলাকার লোকজনসহ বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করায় কাতারের গোল্ডেন মার্বেল কোম্পানীর চেয়ারম্যান এবং কাতারস্থ আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদগঞ্জের কৃতী সন্তান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদকে সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।

১৬ অক্টোবর সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিআইপি জালাল আহমেদ। তিনি বলেন, প্রেসক্লাবের সম্মাননা আমাকে আরো বেশি সামাজিক কাজ করতে সাহস জোগাবে। আমি চেষ্টা করি সর্বদা মানুষের পাশে দাঁড়নোর জন্য। রাজনীতি ও নির্বাচন এসব কখনোই আমার উদ্দেশ্য ছিলো না। প্রবাসে এবং বাংলাদেশে চেষ্টা করেছি ফরিদগঞ্জবাসী এবং বাংলাদেশীদের চাকুরি দেয়ার মাধ্যমে পাশে দাঁড়ানোর। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আপনাদের দোয়ায় আমি মানুষের ভালবাসার সাথে সাথে অনেক সম্মান পাচ্ছি। তারপরও মানুষের চাপে এবং রাজনীতির মাধ্যমে সমাজের আরো ভালো কিছু করার জন্য মাঠে নেমেছি। জাতির পিতা বঙ্গবন্ধু যেই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন এবং তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, আমি আমার অবস্থান থেকে একটু চেষ্টা করছি। আমি এবং আমার পরিবার গত দুই দশকের বেশি সময় ধরে ফরিদগঞ্জবাসীর জন্যে ভালো কিছু কাজ করার চেষ্টা করে চলছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, কাতারস্থ আওয়ামী লীগের নেতা রাশের আহমেদ টিটু, সাইফুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ গাফ্ফার সজিব, আকরাম হোসেন, প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ সিআইপি জালাল আহমেদকে সংবর্ধনা প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়