রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

কচুয়ায় জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম সোহেল সংবাদ সম্মেলন করেছেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জাসদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা আওয়ামী লীগের জোট চৌদ্দ দলের শরীক। আসন্ন সংসদ নির্বাচনে মশাল প্রতীকে জাসদ আমাকে মনোনীত করেছে। নির্বাচনে আমি চাঁদপুর-১ (কচুয়া) আসনে নির্বাচন করবো। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবো।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কচুয়া উপজেলা শাখার সভাপতি আবদুল হাই, জাসদ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ, জাসদ নেতা জাহিদুল হক সোহাগ, জাতীয় যুব জোট কচুয়া উপজেলা শাখার মোঃ মুজিবুর রহমান ও কচুয়া পৌর শাখার সভাপতি মোঃ মোস্তফা কামাল প্রমুখ।

এ সময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান ও মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আফাজউদ্দীন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়