প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে সেবামূল্য বেশি নেয়ায় এবং প্যাথলজিক্যাল টেস্টের বিভিন্ন কীট ও রিএজেন্ট মেয়াদোত্তীর্ণ থাকায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৯ অক্টোবর সোমবার সকালে ছেঙ্গারচর বাজারে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে মূল্য বেশি নেয়ায় এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় বারিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা এবং মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।