রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০০:০০

আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন
আলমগীর কবির ॥

গতকাল ৪ অক্টোবর হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে এবং রাজারগাঁও ৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাক উল্যার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। তিনি বলেন, আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যাতে করে ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে আসে। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন মমতাময়ী, আপনারা যা করবেন তা বচ্চারা করবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সকল ছাত্র-ছাত্রী আপনাদের কাছে সমান, তাদের কার বাবা কী করেন তা কোনোদিনও প্রশ্ন করবেন না এবং তাদের কাছে সমাজের উঁচু-নিচুর তুলনা করবেন না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাজাহান, ১২নং দ্বাদশগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রধানীয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী এবং অভিভাবকদের পক্ষে সারমিন আক্তার। সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রব খোকন বিএসসি, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন হায়দার শিশির, বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরাম হোসেন, শারমিন আক্তার, তামান্না আক্তার, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ জহির কাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়