রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬

বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল
বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হকের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আব্দুর রাজ্জাক।

জাহিদ হাসান ও সহকারী শিক্ষক মো. কালু হায়দারের সঞ্চালনায় এবং শিক্ষানুরাগী মো. আব্দুর রাজ্জাকের উদ্যোগে চারজন শিক্ষকের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান শিক্ষক মো. আব্দুল হকের সার্বিক ব্যবস্থপনায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. মোতালেব ভুঁইয়া, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন ও মানিক চন্দ্র পাল, আইডিয়াল ক্লাব ও পাঠাগারের উপদেষ্টা মোশারফ হোসেন টিটু ও মিজানুর রহমান, শিক্ষানুরাগী মো. মান্নান চৌধুরী, হাফেজ মো. আবুল কাশেম, মো. হুমায়ুন কবির, ইঞ্জি. মো. ইউসুফ, মো. রাশেদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মো. সবুজ হোসেন, শাহআলম ভুট্টু, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, মো. বিল্লাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়