প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১
মৃত অজ্ঞাত নারীর পরিচয় খুঁজছে পুলিশ
চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর কোনো অভিভাবক না পেয়ে আঞ্জুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে দাফনকৃত নারীর পরিচয় খুঁজছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) ওই নারীর পরিচয় জানতে চাওয়ার বিষয়টি চাঁদপুর কণ্ঠকে অবহিত করেন চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার আকরাম।
তিনি জানান, গত ২৪ জানুয়ারি দুপুর ৩টায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীকে চিকিৎসার জন্যে সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
থানার সেকেন্ড অফিসার আরও জানান, অজ্ঞাতনামা নারীর কোনো অভিভাবক না পাওয়ায় তাকে আঞ্জুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে ইসলামী শরীয়ত মোতাবেক দাফন করা হয়। কিন্তু এখনো তার কোনো স্বজনদের খোঁজ আমরা পাইনি। তাই অজ্ঞাত ওই নারীর পরিচয় পেতে সহায়তায় গণমাধ্যমের দ্বারস্থ হলাম।