বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০

‘ভাষা আন্দোলনের তাৎপর্য ও মুজিববর্ষ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ সুনির্মল দেউড়ি
কামরুজ্জামান টুটুল ॥

‘ভাষা আন্দোলনের তাৎপর্য ও মুজিববর্ষ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় জেলায় শ্রেষ্ঠ হয়েছেন হাজীগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত এ রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম হন এ কর্মকর্তা।

জানা যায়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত এ রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি প্রথম হন। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এ রচনা প্রতিযোগিতায় তিনি ‘ঘ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেন। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত সনদপত্র ও পুরস্কার জেলা সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালকের কার্যালয় থেকে গ্রহণ করেন সুনির্মল দেউড়ি। গতকাল বুধবার (১৮ আগস্ট) তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ সনদপত্র ও পুরস্কার গ্রহণ করে নেন। এ সময় ইউএনও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগেও সুনির্মল দেউড়ি জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘ছয়দফা থেকে বাংলাদেশর স্বাধীনতা’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় চাঁদপুর জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়াও তিনি চাঁদপুরে ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে অনুষ্ঠিত ডিজিটাল কুইজে অংশগ্রহণ করে হাজীগঞ্জে প্রথম স্থান অর্জন করেন।

সুনির্মল দেউড়ি ২০১৮ সালের জুন মাসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ‘উপজেলা একাডেমিক সুপারভাইজার’ হিসেবে যোগদান করেন। তিনি তাঁর কর্মজীবনে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে অনুষ্ঠিত রচনা ও কুইজসহ সৃজনশীল বিভিন্ন প্রতিযোগিতা/কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া ভালো একজন উপস্থাপক হিসেবেও তাঁর সুপরিচিতি রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়