প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের কর্মকর্তা ও সাবেক ফুটবলার মুনাফ পাটওয়ারী এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার জাহাঙ্গীর পাটওয়ারীর মা ইন্তেকাল করেছেন (ইন্না...রাজেউন)। গতকাল বুধবার ভোরে চাঁদপুর শহরের আদর্শ মুসলিমপাড়া নিজ বাড়িতেই তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।
আমেনা খাতুন মৃত্যুকালে ৮ ছেলে, ১ মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। গতকাল বাদ জোহর নিজ এলাকাতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার আরেক ছেলে জসিম পাটওয়ারীও একজন ফুটবল খেলোয়াড়।
শোক
চাঁদপুরের কৃতী ফুটবলার মুনাফ পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী ও জসিম পাটওয়ারীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। অপর এক শোকবার্তায় শোক জানিয়েছেন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সকল সদস্য। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।