প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়, ইনভয়েস, ক্যাশমেমো ব্যতীত ওষুধ ক্রয়-বিক্রয়, মজুদ সকল প্রকার রেজিস্ট্রেশন বিহীন ওষুধ বিক্রি প্রতিরোধসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে কচুয়া পৌরসভাধীন কাজী মেডিকেল সেন্টারের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আনোয়ার ফরহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাম্মদ ফোয়ারা ইয়াসমিন। এছাড়া বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সংগঠনের উপদেষ্টা সদানন্দন নাহা, কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, ওষুধ ব্যবসায়ী ফরহাদ হোসেন।