প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নূরুল আমিন রুহুল বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ও বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। সেজন্যে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। গত ৯ সেপ্টেম্বর দুপুর ১টায় মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট আল-আরাবিয়া রিয়াজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মাদ্রাসা ও এতিমখানা কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন চুন্নু প্রধানের সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয় নায়েমের সাবেক সভাপতি ড. লোকমান হোসেন ও মতলব উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা তাজুল ইসলাম, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ, মুন্সীরহাট জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান হাজরা, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীজন। কোরআন তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন মুন্সীরহাট জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা মোঃ ইসহাক তালুকদার।