মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই
জিএম আব্দুল কাদির ॥

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মোঃ নূরুল আমিন রুহুল বলেছেন, যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত মাদক ও ইভটিজিংবিরোধী টিভিকাপ মিনি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, অতীতে মতলবে মাদকের স্বর্গরাজ্য ছিলো। যার কারণে ছাত্র ও যুবসমাজের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে শুধু মতলব নয়, সারাদেশে মাদক নির্মূল করা হয়েছে। মতলবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। তাই তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে সবাইকে উদ্ধুদ্ধ করেন।

মুন্সীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস শুক্কুর মাস্টারের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হাজরার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের নায়েমণ্ডএর কর্মকর্তা ড. লোকমান হোসেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, মতলব উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক। আরো বক্তব্য রাখেন মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন হাজরা। কোরআন তেলাওয়াত করেন মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান হাজরা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়