মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মতলব উত্তরে পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে পরিবার কল্যাণ সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে সঠিক তদন্ত ও প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুলাল মুন্সির মেয়ে আঁখি মনি।

জানা যায়, আঁখি মনিসহ একই এলাকার আরো দুজন ২০২২ সালের ২৮ অক্টোবর পরিবার কল্যাণ সহকারী পদে লিখিত পরীক্ষায় অংশ নেন। যথারীতি তারা তিনজনেই তাতে উত্তীর্ণ হয়ে পরবতীতে ওই বছরের ১৩ নভেম্বর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু নির্দিষ্ট এলাকার অধিবাসী নিয়োগের নিয়ম থাকলেও সে নিয়ম উপেক্ষা করে অন্য ওয়ার্ডের জনৈক নুসরাত জাহান রিতুকে নিয়োগ প্রদান করা হয়। প্রকৃত তথ্য গোপন করে সম্পূর্ণ প্রতারণামূলকভাবে তথ্য উপস্থাপন ও সনদ সংযুক্তির অভিযোগ করা হয় নুসরাত জাহান রিতুর বিরুদ্ধে। উক্ত অনিয়মের বিষয়ে আঁখি মনি সংশ্লিষ্ট বিভাগসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে চলতি বছরের ৬ মার্চ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পাঁচদিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ ইলিয়াসের কাছে জানতে চাইলে তিনি বলেন, যথাযথ নিয়মেই ওই পদে নিয়োগ দেয়া হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়