মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাল্কহেড শাখার প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

নৌযান শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা, আটক শ্রমিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাল্কহেড চাঁদপুর শাখা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুর লঞ্চঘাটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, চাঁদপুর শাখার সভাপতি (রফ রফ লঞ্চের মাস্টার) হারুনুর রশিদ।

লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বাল্কহেড চাঁদপুর শাখার সভাপতি আঃ মালেকের সভাপ্রধানে ও কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন লঞ্চ শ্রমিক সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নৌযান শ্রমিক কেন্দ্রীয় নেতা রেয়াজ উদ্দিন রুবেল, বাল্কহেড শ্রমিক নেতা ইদ্রিছ মিয়া, শাহীন, সবুজসহ অনেকে।

এ সময় নৌযান শ্রমিক নেতারা বলেন, গত ৩ সেপ্টেম্বর চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় স্থানীয় ডকের তাফু, টিটু, সোহেলসহ ২০/২৫ জন লোক আমাদের নিরীহ ৩ জন বাল্কহেড শ্রমিকের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা হামলা করে উল্টো থানায় অভিযোগ করে ৩ শ্রমিককে আটক করিয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।

এ ব্যাপারে আটক নৌযান শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং শ্রমিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বিভিন্ন নৌযানের বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়