প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে বহু মামলার আসামী আকতার হোসেন জনি (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫শ’ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিসবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স জনিকে গ্রেফতারের অভিযানে নেতৃত্ব দেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পৌরসভাধীন রান্ধুনীমূড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়। সে পৌর ৫নং ওয়ার্ড মকিমবাদ গ্রামের কাসারি বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, আকতার হোসেন জনির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে জামিনে এসে আবারো মাদক ব্যবসায় জড়িত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রান্ধুনীমূড়া এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ পিচ ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, একাধিক মাদক মামলার আসামি জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।