প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার ও ফরিদগঞ্জের কৃতী সন্তান লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়নে মরহুমের নিজবাড়ি মদনেরগাঁও গ্রামে মিন্নতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও প্রয়াত সেক্টর কমান্ডারের ভাতিজা হাবিবুর রহমান।
তিনি বলেন, আবু ওসমান চৌধুরী ছাত্র জীবন থেকেই অকুতোভয় ছিলেন। পরে সামরিক বাহিনীতে যোগ দিয়ে সেখানেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২৫ মার্চ গণহত্যা এবং জাতির পিতার স্বাধীনতা ঘোষণার পর তিনি পাকবাহিনীর বিরুদ্ধের সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেন। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত তিনি কুষ্টিয়াসহ আশপাশের এলাকা শত্রুমুক্ত রাখেন। তার সাহসী মনোভাবের কারণে এদেশের সামরিক বাহিনীসহ আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়। স্বাধীনতার পর ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর তিনি সামরিক বাহিনীর সদস্য হিসেবে প্রথম স্যালুট জানান। পরে তাঁর এই সাহসিকতার কারণে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ৭ নভেম্বর তাঁকে সপরিবারে হত্যার চেষ্টা করে। যদিও তিনি পালিয়ে বেঁচে যান। কিন্তু তাঁর স্ত্রীর করুণ মৃত্যু হয়। পরবর্তীতে তিনি বিজিএমসির চেয়ারম্যান ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সততার পরিচয় দেন। আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্ম রয়েছি, তাদের এখন দায়িত্ব ও কর্তব্য আবু ওসমান চৌধুরীর স্বপ্ন বাস্তবায়ন করা। তাঁর স্বপ্ন সফল হলেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মশিউর রহমান মিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শেখের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি ও আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবিব নেভী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী কামরুল হাসান সাউদ, উপজেলা কৃষকলীগের সভাপতি জহির হোসেন মিজি প্রমুখ।
আলোচনা শেষে বাদ মাগরিব দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে চান্দ্রা বাজারস্থ লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।