মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০

সামাজিক ব্যাধি দূর করতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস
প্রবীর চক্রবর্তী ॥

পালিয়ে যাওয়া, পরকীয়া, বাল্যবিয়ে, আত্মহত্যা, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধগুলোকে নির্মূল করতে জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা উন্নয়ন কর্মকাণ্ড আর সালিস নিয়ে বসে থাকলে হবে না। সমাজ ব্যবস্থা তথা কাঠামোকে সমুন্নত রাখতে নিয়মিত নিজ নিজ এলাকায় সকল জনপ্রতিনিধিকে আরো বেশি কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে শিক্ষার্থী এবং অভিভাবক সমবেশে উপস্থিত থেকে এসব বিষয়ে বেশি করে সচেতন করে তুলতে হবে। মোট কথা, সামাজিক ব্যাধি দূর করতে প্রয়োজন সম্মিলিত প্রয়াস। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান এসব কথা বলেন।

নিখোঁজ হওয়া এবং আত্মহত্যা বিষয়ক পরিসংখ্যান তুলে ধরে সভায় তিনি বলেন, এগুলো নিয়ন্ত্রণ না করতে পারলে সমাজের ভারসাম্য নষ্ট হবে। মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে জনপ্রতিনিধিদের আরো এগিয়ে আসতে হবে। আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

সভায় প্রথমবারের মতো সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানিয়ে অ্যাডঃ রোমান বলেন, আইনশৃঙ্খলা ভালো রাখতে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা একান্ত প্রয়োজন।

ইউএনও তাসলিমুন নেছার সভাপ্রধানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ইউপি চেয়ারম্যান হোসেন আহাম্মদ, বুলবুল আহমেদ, শাহজাহান পাটওয়ারী, এসএম কাউছারুল আলম কামরুল এবং এইচএম হারুনুর রশিদ।

মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভা শেষে গ্রামপুলিশদের হাতে নূতন পোশাক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনওসহ সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়