বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০

শাহ্তলী কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া সম্পন্ন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদ্রাসার ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ আগস্ট সোমবার সকাল ১০টায় শাহ্তলী কামিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি জনাব সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, এ মাদ্রাসা শতবছরের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এ মাদ্রাসায় কামিল স্তর চালু করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী। মাদ্রাসাটি এতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদ্রাসা থেকে পড়াশুনা করে অনেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। এ মাদ্রাসার শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। তোমাদের মাদ্রাসায় আসা-যাওয়া করতে কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি দ্রুত ব্যবস্থা নিবো। চাঁদপুরের নবাগত পুলিশ সুপার শাহতলী জিলানী চিশতী কলেজের বিদায় অনুষ্ঠানে বলেছেন, কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে দেরি হলে সাথে সাথে পুলিশকে জানালে, পরীক্ষার্থীদের পুলিশের গাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

শাহতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজি প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেন মিজি, সিনিয়র মৌলভী হাফেজ মাওলানা জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামিল ১ম বর্ষের ছাত্র মোঃ মহিবুল্লাহ, ফাযিল ৩য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাহপরান, মোঃ নেছার উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন এবং সভাপতির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার আলিম পরীক্ষার্থী হাফেজ নেছার উদ্দিন, ইসলামী সংগীত পরিচালনা করেন মাদ্রাসার ছাত্র মোঃ নিরব হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়