প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১১টায় চাঁদপুর শহরের তালতলাস্থ আব্দুল করিম পাটোয়ারী সড়কে অবস্থিত কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম মুক্তার সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক। হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মানিক পোদ্দার ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা আক্তারের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ নূরুল হক, সেলিম রেজা, উপাধ্যক্ষ হালিমা বিনতে কবির, শিক্ষক সমন্বয়কারী মোঃ রফিক উদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক তানজিলাল প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক মোঃ জসিম উদ্দিন মাহদী। তবররুক বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।