প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০
গত সপ্তাহে চাঁদপুরের দুজন বিশিষ্ট আলেমেদ্বীন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি... রাজিউন)। এঁরা হচ্ছেন ফরিদগঞ্জ মুন্সীরহাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোরশেদ আলম এবং একই উপজেলার বদরপুর আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আলাউদ্দিন দেওয়ান। তাঁরা দুজনই আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। একইদিন কয়েকঘন্টার ব্যবধানে তাঁদের মৃত্যু হয়।
বিশিষ্ট এই দুজন আলেমের রুহের মাগফেরাত কামনা করে গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। যেসব মসজিদে গতকাল দোয়া হয়েছে সেগুলো হলো : চাঁদপুর শহরের কালেক্টরেট জামে মসজিদ, ১৩নং ওয়ার্ডস্থ হোসাইনিয়া রেলওয়ে জামে মসজিদ, হাফেজ মমতাজউদ্দিন (রঃ) জামে মসজিদ, মালেকা বানু তাহেরিয়া জামে মসজিদ, সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা দরবার শরীফ জামে মসজিদ, নিজ গাছতলা খাজা আতিকুর রহমান জামে মসজিদ, বাগাদী চৌরাস্তা জামে মসজিদ, বাঘড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ফরিদগঞ্জ মুন্সীরহাট জামে মসজিদ এবং আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রঃ) মাজার জামে মসজিদসহ আরো বিভিন্ন মসজিদ। এসব মসজিদে জুমার নামাজের পর বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।