সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০০:০০

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং
মোহাম্মদ মহিউদ্দিন ॥

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১শ’ ১টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম আজ বুধবার শুভ উদ্বোধন করবেন। এ কার্যক্রমে কচুয়া উপজেলার ৩৮টি পরিবারকে পুর্নবাসন করার লক্ষ্যে কচুয়া উপজেলার আশ্রয়নের সামগ্রিক কার্যক্রম সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, কচুয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসনের জন্য ৯৩ জনের তালিকা প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে পর্যায়ক্রমে ৫৫টি পরিবারকে ইতিমধ্যে পুর্নবাসন করা হয়েছে। অবশিষ্ট ৩৮টি পরিবারের জন্য ৪র্থ পর্যায়ে ২য় ধাপে উপজেলার নাউলা গ্রামে ২৮টি, চক্রা গ্রামে ৬টি ও মনপুরা গ্রামে ৪টি পরিবারকে পুর্নবাসনের জন্য গৃহনির্মাণ সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে সারা দেশের ন্যায় কচুয়া উপজেলার ৩৮টি ‘ক’ শ্রেণীর গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।

এ সময় কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম ও কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে আশ্রয়ন প্রকল্পের উদ্বোধনের অপেক্ষারত ৩৮টি ঘর পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়