প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
মতলব প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনকল্পে এক সভা ১৬ জুন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সভায় মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষের সভাপতিত্বে এবং রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চঞ্চল, সাবেক যুগ্মণ্ডসাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাবেক অর্থ সম্পাদক পলাশ রায়, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, সাবেক ক্রীড়া সম্পাদক শরীফ পাটোয়ারী, সাবেক প্রচার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, সদস্য লোকমান হাবিব, সোবহান ফারুক, আবু সায়েম মাস্টার, মোহাম্মদ খোরশেদ আলম, ইব্রাহিম খান জুয়েল প্রমুখ।