শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
অনলাইন ডেস্ক

গত ১২জুন চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের ২ বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করা হয়েছে। এই প্রথম চাঁসক নাট্যমঞ্চের প্রথম কমিটি অনুমোদন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। এ সময় তিনি বলেন, চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথমবারের মতো চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ গঠন করেছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক ও থিয়েটার কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক কমিটি গঠন করে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। তাই প্রথমবারের মতো চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ নামে একটি সংগঠন তৈরি করেছি। আশা করি এই সংগঠনের মাধ্যমে কলেজের সাহিত্য সংস্কৃতি চর্চা আরো বৃদ্ধি পাবে।

২ বছর মেয়াদী কমিটির সদস্যরা হলেন : সভাপতি নাজমুল বাপ্পী, সহ-সভাপতি সিয়াম খান, সাধারণ সম্পাদক কাব্য কণিকা, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম লিখন, যুগ্ম সম্পাদক সৃষ্টি দেবনাথ, ফাতেমা তানজিন লরেন, সহ-সাংগঠনিক বিশ্বজিত দেবনাথ প্রীতম, কোষাধ্যক্ষ রনি মাল, প্রচার সম্পাদক অভি লোধ, সাংস্কৃতিক সম্পাদক চন্দ্রিমা দাস, প্রশিক্ষণ সম্পাদক জয় দেবনাথ। সদস্যবৃন্দ : পিপল দাস, অর্পণা রাণী দে, মাসুক পাটওয়ারী, রাহুল মন্ডল, ত্রিতম ভৌমিক, হৃদিকা বিশ্বাস রিয়া, প্রান্ত সাহা ও বাঁধন ঘোষ।

এছাড়া চাঁসক নাট্যমঞ্চের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন : কামরুল হাছান (সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিদ্যা), মেহেদী হাসান (সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান), সুমন মজুমদার (প্রভাষক, ইতিহাস) ও শরীফ চৌধুরী (বিশিষ্ট নাট্যাভিনেতা ও নাট্যনির্দেশক সদস্য, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়