প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০
![কচুয়ায় ইসলামিক ফাউন্ডেশনের সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা](/assets/news_photos/2023/06/16/image-34375.jpg)
কচুয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরে কচুয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাছান মজুমদারের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়। মডেল কেয়ারটেকার মাওলানা মোঃ মোফাজ্জল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার প্রমুখ।
বিভিন্ন মসজিদের খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।