প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০
ফল বিক্রেতার টাকার বালতি নিয়ে পালানোর সময় হাতেনাতে হেলাল (৩২) নামে এক যুবক আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। গত বুধবার ১৪ জুন বেলা সাড়ে বারোটায় চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফল বিক্রেতা সাহাবুদ্দিনের কাছে ক্রেতা সেজে ওই যুবক তার চোখ ফাঁকি দিয়ে তার টাকা রাখার বালতিটি নিয়ে পালাতে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের বাড়ি চাঁদপুর শহরের ইচলী এলাকায়। তার বাবার নাম আব্দুল হালিম বেপারী।