প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজনীতিবিদ শেখ মুজাফ্ফর আলীর আজ (১৬ জুন) দ্বাদশ মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ১৬ জুন বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে শেখ মুজাফ্ফর আলী-আংকুরেন্নেছা ফাউন্ডেশন চাঁদপুরের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। শেখ মুজাফ্ফর আলী জীবনভর দেশ ও দশের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পিতা।