প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ২৫ জুন রোববার থেকে শুরু হতে যাচ্ছে কোরবানির গরু-ছাগলের হাট। চাঁদপুরের প্রসিদ্ধ এই হাটটি গত ১২ জুন সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইজারা প্রাপ্ত হয়।
বাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানা যায়, ইতিমধ্যে তরপুরচন্ডী আনন্দবাজার এলাকায় পুরোদমে কোরবানির গরু-ছাগলের হাটের প্রস্তুতি চলছে। নদীর তীরবর্তী ও শহরের কাছাকাছি হওয়ায় আনন্দবাজার কোরবানির হাট প্রসিদ্ধ ও পরিচিত। প্রতিবছর এই হাটে প্রচুর পরিমাণ গরু বেচা-কেনা হয়। নদীর তীরবর্তী হওয়ায় গরুর বেপারীরা এই হাটে গরু নিয়ে বেশি আসে বলে আলোচনা রয়েছে। এছাড়াও কোরবানির এ বাজারটি শহরের কাছাকাছি হওয়ায় ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো হয়।
আনন্দবাজার কোরবানির গরু-ছাগলের হাটের ইজারাদার মোঃ মোল্লা শাহজাহান বলেন, আনন্দবাজার কোরবানির হাটের সুনাম ও প্রসিদ্ধি ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এখানে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। আমরা সকলের সহযোগিতায় এবারও সুন্দরভাবে কোরবানির গরু-ছাগলের হাটটি পরিচালিত করবো। বাজার পরিচালনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান ।