সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০

২৫ জুন থেকে শুরু হচ্ছে তরপুরচন্ডীর আনন্দবাজার কোরবানির পশুর হাট
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ২৫ জুন রোববার থেকে শুরু হতে যাচ্ছে কোরবানির গরু-ছাগলের হাট। চাঁদপুরের প্রসিদ্ধ এই হাটটি গত ১২ জুন সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইজারা প্রাপ্ত হয়।

বাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানা যায়, ইতিমধ্যে তরপুরচন্ডী আনন্দবাজার এলাকায় পুরোদমে কোরবানির গরু-ছাগলের হাটের প্রস্তুতি চলছে। নদীর তীরবর্তী ও শহরের কাছাকাছি হওয়ায় আনন্দবাজার কোরবানির হাট প্রসিদ্ধ ও পরিচিত। প্রতিবছর এই হাটে প্রচুর পরিমাণ গরু বেচা-কেনা হয়। নদীর তীরবর্তী হওয়ায় গরুর বেপারীরা এই হাটে গরু নিয়ে বেশি আসে বলে আলোচনা রয়েছে। এছাড়াও কোরবানির এ বাজারটি শহরের কাছাকাছি হওয়ায় ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো হয়।

আনন্দবাজার কোরবানির গরু-ছাগলের হাটের ইজারাদার মোঃ মোল্লা শাহজাহান বলেন, আনন্দবাজার কোরবানির হাটের সুনাম ও প্রসিদ্ধি ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এখানে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তাই আমাদের কাছে প্রধান। আমরা সকলের সহযোগিতায় এবারও সুন্দরভাবে কোরবানির গরু-ছাগলের হাটটি পরিচালিত করবো। বাজার পরিচালনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়