প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০
![আজ স্বর্গীয়া পুতুল মজুমদারের তৃতীয় বার্ষিক মৃত্যুতিথি](/assets/news_photos/2023/06/15/image-34334.jpg)
তিথী অনুযায়ী আজ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ (১৫ জুন, ২০২৩ খিঃ) বৃহস্পতিবার চাঁদপুরের ঐতিহ্যবাহী ছাপাখানা প্রতিষ্ঠান কারমাইকেল প্রিন্টিং ওয়ার্কসের স্বত্বাধিকারী পুতুল মজুমদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৮ জুন প্রিয়জনদের কাঁদিয়ে তিনি স্বর্গধামে গমন করেন। এই উপলক্ষে তার বিদেহী আত্মার শান্তি কামনায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কস্থ নিজ বাসভবন সাধনা প্লাজায় ধর্মীয় রীতি-নীতি মেনে বাৎসরিক শ্রাদ্ধ ক্রিয়াদি, গীতা পাঠ, পূজা এবং রাত ৮টায় শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে ত্রিনাথ ঠাকুরের পূজা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনসমূহে স্বর্গীয় পুতুল মজুমদারের বিদেহী আত্মার সদ্গতি কামনায় আত্মীয়স্বজন, বন্ধু, বান্ধব ও গুণগ্রাহীদের একান্ত উপস্থিতি কামনাপূর্বক প্রসাদ গ্রহণের জন্য বিন¤্র আমন্ত্রণ জানিয়েছেন তারই ভাগ্যাহত পুত্র বিভাষ মজুমদার রিংকু, বিকাশ মজুমদার টিটু, বিধান মজুমদার মিঠু ও বিপুল মজুমদার রানা।