প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০
শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১১ জুন বিকেলে মাওলানা রাকিবুল ইসলাম আল কাদেরীর সঞ্চালনায় উপজেলা সভাপতি মোঃ মুছা মজুমদার রাজাপুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলার সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলী হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ বাহার শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতি, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক হাজী ফয়েজ আহাম্মদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, শাহরাস্তির ৮নং ওয়ার্ড কমিশনার মিজানুর রহমান। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিটিএফ কমিটির সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
সভাশেষে প্রধান অতিথি আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলী ৪২ সদস্য বিশিষ্ট শাহরাস্তি উপজেলা তরিকত ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করেন।